কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ নিষ্পাপ শিশু শহীদ জায়ান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন তার নানাভাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ও গোপালগঞ্জ -২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।
শহীদ জায়ানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন তিনি। এ সময় শহীদ জায়ানের নানাভাই শেখ সেলিম এমপি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। শহীদ জায়ান চৌধুরী বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ ফজলে ফাহিম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের আদরের ভাগ্নে ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের এই দিনে শ্রীলঙ্কার একটি আবাসিক হোটেলে পরিবারের সাথে অবস্থানকালে আততায়ীদের ছোড়া বোমায় সে শাহাদাত বরণ করেন এবং তার বাবা বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে প্রাণে বেঁচে যান।
এদিকে, শহীদ জায়ান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদে বিশেষ দোয়া ও রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু। এছাড়াও শহীদ জায়ানের রুহের মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :