• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

লেখিকা তসলিমার ‘লজ্জা’ আমার ভীষণ প্রিয় : শ্রীলেখা


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ৯:৩৫ অপরাহ্ন / ১৬৫
লেখিকা তসলিমার ‘লজ্জা’ আমার ভীষণ প্রিয় : শ্রীলেখা

বিশেষ প্রতিনিধিঃ প্রান্তিক নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ভার নিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতের দিল্লিতে মুখোমুখি হন লেখিকা তসলিমা নাসরিন ও শ্রীলেখা মিত্র। শ্রীলেখা জানান, তসলিমা নাসরিন তার প্রিয় লেখক। এবং তসলিমার ’লজ্জা’ বইটি তার ভীষণ পছন্দের। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি।

শ্রীলেখা জানান, দিল্লিতে ‘লে রিদম’ নামের একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সে অনুষ্ঠানে ছিলেন তসলিমা নাসরিনও। সেখানে তসলিমার সঙ্গে দেখা হলেও খুব বেশি কথা হয়নি তার।

শ্রীলেখা আরও জানান, তসলিমা নাসরিন তার পছন্দের মানুষদের একজন। অনেক আগেই তসলিমার লেখা ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছেন। তসলিমার লেখায় মুগ্ধ তিনি। এবার প্রিয় লেখিকাকে একটি শাড়ি উপহার হিসেবে দিচ্ছেন শ্রীলেখা।

প্রসঙ্গত, প্রান্তিক নারীদের পায়ের তলায় শক্ত জমি জোগানোর কাজ করে দিল্লির এক সংস্থা। তাঁদেরই অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন তসলিমা ও শ্রীলেখা। ওই সংস্থার সঙ্গে এ বার থেকে কাজ করবেন দু’জনেই। লক্ষ্য, প্রান্তিক ওই মেয়েদের সাহস, মনের জোরে স্বনির্ভর করে তোলা।