• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

লঞ্চে আগুন : ৩০ জনের জানাজায় মানুষের ঢল


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২১, ১২:৫১ অপরাহ্ন / ১৪৩
লঞ্চে আগুন : ৩০ জনের জানাজায় মানুষের ঢল

ঢাকা : ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অনেক মানুষ অংশগ্রহণ করেন। ঢল নামে শোকার্ত মানুষের।আজ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে মৃতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা হওয়া ৩০ জনের মধ্য থেকে ২ জনের মরদেহ নিয়ে গিয়েছে তাদের পরিবার। বাকি ২৮ জনকে গণকবর দেওয়া হবে নাকি পরিবার নিয়ে যাবে সেটা এখনও জানা যায়নি।

এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৩৭ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাকি ৩০ জনের গণজানাজা নামাজ পড়ানো হয়।যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পৌরসভার পোটকাখালী গণকবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৩৯ জনের প্রাণহানি ঘটে।