• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় যুবলীগের প্রশংসা অতুলনীয়


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২১, ৩:৩৭ অপরাহ্ন / ২৬৪
লক্ষ্মীপুরে কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় যুবলীগের প্রশংসা অতুলনীয়

এ.কে আজাদ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়ন পরিষদে কোভিড ১৯ ভ্যাকসিন টিকাদান কর্মসূচীর আজ ৭ ই অক্টোবর (শনিবার) প্রথম দিনেই শত শত মানুষের উপচে পড়া ভীর লক্ষ করা গেছে।আর এই টিকাদান কর্মসূচীকে সফল করার লক্ষ্যে সকাল থেকেই মাঠে রয়েছেন কুশাখালী ইউনিয়ন যুবলীগ। যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম তার নিজ অর্থায়নে টিকা দিতে আসা গরীব-অসহায় মানুষকে চা-নাস্তা করানোর পাসাপাসি যেসব স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত ছিলেন, তাদেরকে ও সকালের নাস্তা এবং দুপুরে খাওয়ার আয়োজন করেছেন।দুর দুরস্ত হতে আগত যেসব লোক টিকা নিতে এসেছেন তাদেরকে তিনি নিজে দাড়িয়ে থেকে টিকা নেওয়ার সহযোগিতা করেছেন এবং সকল ইউনিয়নবাসীর মাঝে মাস্ক বিতরন করার পাসাপাসি অনেককেই নিজ হাতে মাস্ক পড়িয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের আইকন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালা্হউদ্দিন টিপু ভাইর দিক নির্দেশনা মোতাবেক সকল মানবিক কাজেই অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোভিড ১৯ ভ্যাকসিন নিয়ে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,সারা বিশ্বে যেইভাবে মহামারি করোনা ভাইরাস ছড়িয়েছে, তাতে ভ্যাকসিন না নিয়ে কেউই করোনা পজিটিভের হাত থেকে বাঁচার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়না।তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে বাঁচাতেই আজ বিভিন্ন দেশ হতে করোনার প্রতিশোধক হিসেবে এই ভ্যাকসিন সংগ্রহ করেছেন এবং পর্যায়ক্রমে সকলকেই দিয়ে যাচ্ছেন।