• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২২, ৯:৪৩ অপরাহ্ন / ১২৮
লক্ষ্মীপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

জয়নাল আবেদীন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে ২২৯৩ জন দু:স্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

পবিত্র ইদুল আযহা উপলক্ষে দু:স্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউপি সদস্য আব্দুল মালেক, ওমর ফারুক মোল্লা, মো: সুমন হোসেন, নাসির উদ্দিন, ওমর ফারুক পোদ্দার প্রমুখ।

বিতরণ কালে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবে।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ কতৃক জানা যায়, আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে ২ হাজার ২শত ৯৩ জনকে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।