
নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ রাজশাহী চারঘাটে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের দেওয়া উপহার চারঘাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারী ২০২৩) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সকল সদস্যদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে শীতকালীন ভ্রমণের বিষয়ে এবং প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, গত ১৬ ডিসেম্বর ২০২২ উদযাপন উপলক্ষে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন উপজেলা প্রেসক্লাবের নিকট উপহার গুলো তুলে দেন। উক্ত উপহার গুলো আজ বিকেলে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কে এম জুবায়ের ইসলাম ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।
আপনার মতামত লিখুন :