নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে চারঘাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্ত্বরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ লুৎফুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল ইসলাম, ডাকরা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবদুল রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা ইয়াসমিন, সরদহ সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপ-পরিচালক ব্রজহরি দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে, বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :