• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন / ৪৫
রাজশাহীর চারঘাটে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে চারঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফকরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, চারঘাট মডেল থানা (ওসি) এস এম এ সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।