
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়িঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আব্দুল কাদের ভূইয়া নামে এক স্কুল শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোক্তার হোসেন নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।
আব্দুল কাদের ভূইয়া বালিয়াকান্দি উপজেলার আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই বিষয়ে বালিয়াকান্দি থানায় স্কুল শিক্ষক আব্দুল কাদের ভূইয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে বকশিয়াবাড়ী গ্রামের মাটি ব্যবসায়ী মোক্তার হোসেন স্কুল শিক্ষকের পুকুরের মাটি ৩ লক্ষ টাকা দাম করে মাটি কাটা শুরু করেন। কিন্তুু মাটি কাটা শেষ হয়ে গেলেও স্কুল শিক্ষককে কোন টাকা তিনি দেন নাই।
আব্দুল কাদের ভূইয়া ২৬ মার্চ টাকা চাওয়ার জন্য নবাবপুর ইউনিয়নের কুরুম মার্কেট এলাকায় গেলে মাটি ব্যবসায়ী কথাকাটাকাটির এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে। এতে ঐ শিক্ষক গুরুত্বর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য।
আপনার মতামত লিখুন :