মো: রাসেল সরকারঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সবুজ, মোঃ কেরামত আলী, মোঃ আতিক ও মোঃ বাবু। গত রবিবার (৫ জুন ২০২২) বেলা ২টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) জানান, কতিপয় দুস্কৃতিকারী যাত্রাবাড়ী থানার রায়েরবাগের টোটাল সিএনজি পাম্পের সামনে ডিবি পরিচয়ে প্রাইভেটকারযোগে ডাকাতির লক্ষ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ সবুজ, কেরামত আলী, আতিক ও বাবুকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে ০২টি ডিবির জ্যাকেট, ০১টি পিস্তলের কভার, এক জোড়া হ্যান্ডকাফ, ০১টি ওয়াকিটকি সেট, ডাকাতির কাজে ব্যবহৃত ০৬টি বাটন মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।
যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :