• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এএসপি জুয়েল ইমরান ও এসআই রোকনুজ্জামান


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২১, ৭:০১ অপরাহ্ন / ২১৪
যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এএসপি জুয়েল ইমরান ও এসআই রোকনুজ্জামান

মোঃ সোহাগ হোসেন, শার্শা যশোরঃ যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন শার্শা নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রোকনুজ্জামান। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মাসিক অপরাধ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রেষ্ঠ অফিসারদের নামের তালিকা প্রকাশ করেন।

উক্ত অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছে জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল, যশোর ও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রোকনুজ্জামান।

এ সময় ভিডিও কনফারেন্সের মাসিক অপরাধ সভায় যুক্ত ছিলেন, যশোর জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।