• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

যশোরের শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও বাইসাইকেলসহ ১ জন আটক


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২১, ৯:১৭ অপরাহ্ন / ৭৮২
যশোরের শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও বাইসাইকেলসহ ১ জন আটক

আজিজুল ইসলামঃ শার্শার বাগআঁচড়া পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও একটি বাই সাইকেল সহ ইনসাফ আলী (৩০) নামে এক জনকে আটক করেছে।

শুক্রবার (২৭ আগষ্ট) সকালে যশোরের শার্শা উপজেলার বালুন্ডা – গোগা সড়কের ওপর থেকে বাইসাইকেলে চলমান অবস্থায় তার গতিরোধ করে তাকে আটক করা হয়। এসময় তার বাই সাইকেলে থাকা ব্যাগে ১০ বোতল ফেনসিডিল ছিলো। আটক ইনসাফ আলী বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত হামজের আলীর ছেলে।বাগআচঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এস আই সাইফুল ইসলাম ও এ এস আই ফিরোজ হোসেন তাকে গ্রেফতার করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।