• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

যশোরের শার্শার পাঁচভুলট থেকে ৭০ পিস ফেনসিডিল সহ আটক ৪


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২১, ২:০০ অপরাহ্ন / ২৭৪
যশোরের শার্শার পাঁচভুলট থেকে ৭০ পিস ফেনসিডিল সহ আটক ৪

মোঃ সোহাগ হোসেন,শার্শা,যশোরঃ শার্শার পাঁচভুলট এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ৭০ পিচ ফেন্সিডিল ও ৪ মাদক পাচারকারী কে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত আসামিরা হল (১) হাসান মন্ডল (২৮), পিতা- আবুল বাশার, (২) আঃ জলিল মোড়ল (৩৫), পিতামৃত- হাসেম আলী মোড়ল, (৩) সাত্তার আলী বিশ্বাস (৩৭), পিতামৃত- গোলাম হোসেন, (৪) চিন্টু হোসেন (৩০), পিতা- জামাল উদ্দিন, তারা ৪ জনই বেনাপোল পুটখালী গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগষ্ট) ডিবি’র এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাত ৮:৩০ ঘটিকায় সময় শার্শা থানাধীন পাঁচভুলাট এলাকার খলসীবাজার টু গোগা গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত ৪ মাদক পাচারকারীকে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করেন।

উল্লেখ্য, আটককৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শামীম হোসেন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।