• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

যশোরের শার্শায় বিএনপি’র উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২১, ৯:২১ অপরাহ্ন / ২০৭
যশোরের শার্শায় বিএনপি’র উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন

সোহাগ হোসেন শার্শা, যশোরঃ ভিড়ে নয়, নীড়ে থাকুন, ঘরের বাইরে গেলে মাক্স পরুন, এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১জুলাই) দুপুর ১২টার সময় উপজেলার নাভারণ কামার বাড়ির মোড়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুজ্জামান মধু। সাধারণ সম্পাদক আবু হাসান জহির, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, ও সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন,ও কেন্দ্রীয় যুবদল নেতা, আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সহ অন্যান্যরা।

আয়োজকরা জানান প্রাথমিক পর্যায়ে ৯টি অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে। একটি মেডিকেল টিম ওই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে।করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে সিলেন্ডার। ফুরিয়ে গেলে আবার নতুন করে দেয়া হবে।

মোবাইল ০১৭১১-৮৪১৬৬৬ ০১৭১১-৩৭৫১৫৭ নম্বরে যোগাযোগ করা হলে সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেয়া হবে।
এছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তাদের এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান।