• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জের সিরাজদিখান বালুচর সড়ক এখন মরন ফাঁদ : দেখার যেন কেউ নেই 


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২১, ২:০৩ অপরাহ্ন / ১৬৮
মুন্সিগঞ্জের সিরাজদিখান বালুচর সড়ক এখন মরন ফাঁদ : দেখার যেন কেউ নেই 

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃমুন্সীগঞ্জের সিরাজদিখান বালুচর সড়ক এখন মানুষ ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদ হয়ে দাড়িয়েছে। উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে সিরাজদিখান বালুচর প্রধান সড়কে ৬০৩০ মিটার রাস্তার রয়েছে খানাখন্দ ও অসংখ্য বড় বড় গর্ত। যার ফলে এটি এখন মরণফাঁদ হয়ে দাড়িয়েছে। বালুচর ইউনিয়নের খাসনগর মোড়ে ১২ মাসই বৃষ্টির পানি হাটু সমান জমে থাকার কারনে যানচলাচল ও জনসাধারণ এবং চলাচল করতে ভোগান্তির স্বীকার হচ্ছে।

লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ব্রিজের পশ্চিম ঢাল ও রামারন্দন স্কুলের সামনে,রশুলপুর,চরকমলাপুর দীর্ঘদিন যাবত রয়েছে বড় বড় গর্ত। যে কোন মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা, রয়েছে প্রাণহানির শংঙ্কা। নতুন ভাষানচর এলাকার কৃষক মনির হোসেন বলেন এই রাস্তাটি বিগত ১০ বছর যাবত কার্পেটিং হওয়ার পর এপর্যন্ত আর কোন মেরামত হয়নি। তাই রাস্তাটায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আমরা ঝুঁকি নিয়ে চলাফেরা করি।আমি দৃষ্টি আকর্ষণ করব উপজেলা প্রশাসনের নিকট এ রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয় ।

বালুচর বাজার ব্যবসায়ী মো: সৈয়দ হোসেন জানান,এই রাস্তাটি বর্তমানে নারায়ণগঞ্জ ও ঢাকা হইতে সিরাজদিখানে যাতায়াতের জন্য এখন একমাত্র প্রধান সড়ক হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে ভারী ভারী যানবাহন যাতায়াত করে। এ রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে তাহলে আমরা অনেকেই ঝুঁকির মধ্যে থাকব।

উপজেলা এলজিইডি প্রকৌশলী শৈয়ব বিন আজাদ এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, সিরাজদিখান হইতে বালুচরের ৬০৩০ মিটার এই রাস্তাটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে টেন্ডারের মাধমে ঠিকাদার মেরামতের কাজ করতেছে।করোনায় লকডাউনের কারনে ঠিকাদারের লোকজন ছুটিতে থাকায় ও একাধারে বৃষ্টির কারনে এই গর্তের সৃষ্টি হয়েছে আমরা লোক লাগিয়ে মেরামতের চেষ্টা করেছি।