
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের মিরকাদিমে পৌর জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা মেহেদী কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রাবার বিকাল ৪টায় মিরকাদিম পৌরসভার জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আহ্বায়ক মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টি ও প্রেসিডিয়াম অন্যতম সদস্য, কেন্দ্রীয় কমিটির এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি জামাল হোসেন, মিরকাদিম পৌর জাতীয় পার্টি আহবায়ক মোঃ কামাল হুসাইনের সভাপতিত্বে ও মিরকাদিম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি মোঃ নোমান মিয়া, মুন্সী সদর উপজেলা জাতীয় পার্টি মোঃ আসাদুজ্জামান বাবুল, আহাবায়ক শ্রীপুর উপজেলা জাতীয় পার্টি আব্দুল জলিল পাঠান, যুগ্ন আহবায়ক জাতীয় পার্টি মুন্সীগঞ্জ জেলা ও সদস্য কেন্দ্রীয় কমিটি আলহাজ্ব জয়নাল আবেদীন, জাতীয় পার্টি মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিক উল্লাহ সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি মোহাম্মদ রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি কেন্দ্রীয় কমিটি মোঃ গোলাম কাদির, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম হাওলাদার, টংগিবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন খান বাদল, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ ফারুক আহম্মেদ, মিরকাদিম পৌর জাতীয় পার্টি সদস্য মোঃ আবদাল হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :