• ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

মাগুরা শ্রীপুর উপজেলার কুমার নদীর উপর প্রস্তাবিত ব্রীজ নির্মাণস্থল পরিদর্শন করেন এলজিইডির প্রকল্প পরিচালক


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন / ১৫৬
মাগুরা শ্রীপুর উপজেলার কুমার নদীর উপর প্রস্তাবিত ব্রীজ নির্মাণস্থল পরিদর্শন করেন এলজিইডির প্রকল্প পরিচালক

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল বাজার- গয়েশপুর ইউনিয়ন কুমার নদীর উপর ঘাটে প্রস্তাবিত ব্রীজটি ২০টি গ্রাম বাসিদের দাবি কুমার নদীর উপর ব্রিজ নির্মানের জন্য শ্রীকোল বাজার-গয়েশপুর নদীরঘাট পরিদর্শন করেছেন এলজিইডি’র (লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) সদর দফতরের প্রকল্প পরিচালক( পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান প্রকল্প) এবাদত আলী।

মঙ্গলবার ১৫ অক্টোবর মাগুরা শহর ও শ্রীপুর সদর ঘেষে কুমার নদের শ্রীকোল বাজার ঘাটে পৌছান। এ সময় এলাকার শত শত স্কুল- কলেজের ছাত্র ছাত্রীরা, নারী-পুরুষ দ্রুত ব্রিজটি বাস্তবায়নের দাবি তোলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রকৌশলী কর্মকর্তা আ ন ম ওয়াহিদুজ্জামান, শ্রীপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্ত্তী,উপজেলার উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মো: মোজ্জাম্মেল হক, বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত ডিআইজি মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুসাঈদ মোল্যা,,শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান খাজা বিশ্বাস,শ্রীকোল বাজার কমিটির সভাপতি রেজাউল কবীর,শ্রীকোল বাজার কমিটির সাধারণ সম্পাদক ওয়াসমিন বিশ্বাস, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ৫০ বছর ধরে শ্রীকোল ইউনিয়ন ও গয়েসপুর ইউনিয়ন ২০ টি গ্রাম বাসীরা নদী পার হয়ে শহরে আসার জন্য শ্রীকোল বাজারের কুমার নদীর উপর দিয়ে ব্রিজ নির্মানের দাবি করে আসছে। বর্ষাকালে নৌকা , আর গ্রীষ্মকালে চড়াটে ও পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে গড়াই নদ পার হয়ে তারা শহরে আসেন।

প্রকল্প পরিচালক এবাদত আলী বলেন – ব্রিজটি নির্মানের গুরুত্ব রয়েছে। এটি হলে এই অঞ্চলের মানুষের উন্নয়ন ঘটবে। একটি বড় ব্রিজ নির্মানের জন্য সমিক্ষা, পরিকল্পনাসহ যে সময়টুকু লাগবে তার বাইরে বেশি । ক্ষেপন করা হবে না। যত দ্রুত সম্ভব এটা করা হবে।বাজার ঘাট এলাকার জনসাধারণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেন এবং ব্রিজ নির্মাণের জন্য তার পক্ষো থেকে সহযোগিতা ও আন্তরিকতার ব্যাপারে আশ্বস্ত করেন।