• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

ভালোবাসা দিবসে ভালোবাসার পার্সেল নিয়ে অসহাদের মাঝে হাজির,চলো পাল্টাই বাংলাদেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২২, ৭:৪৩ অপরাহ্ন / ৩৯৫
ভালোবাসা দিবসে ভালোবাসার পার্সেল নিয়ে অসহাদের মাঝে হাজির,চলো পাল্টাই বাংলাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ ভালোবাসা দিবসে বেতিক্রী উদ্যোগে চলো পাল্টাই বাংলাদেশ,ভালোবাসার পার্সেল নিয়ে চমকে দিলেন অনেক অসহায়দে।ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন দরিদ্র মানুষের মাঝে।আজ সামাজিক সংগঠন”চলো পাল্টাই বাংলাদেশ”(CPB) এর পক্ষ থেকে CPB এর উপদেষ্টা Raihan Aziz এবং CPB এর শুভাকাঙ্ক্ষী Nurul Absar এর সহযোগিতায় নড়াইলের বিভিন্ন পেশাজীবীদের মাঝে ভালোবাসার পার্সেল নিয়ে কৌসলে হাজির হলো সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ।আজ (১৪ফেব্রয়ারি) সোমবার প্রথম প্রহরে নড়াইল শহরের কিছু অসহায়দের মাঝে ভালোবাসার পার্সেল হিসাবে (নিত্যপ্রয়োজনীয় জিনিস) তুলে দেয়া হলো।অভিনব কায়দায় ভালোবাসার পার্সেল নিয়ে ঘুরছে সামাজিক সংগঠন চলো পাল্টাই এর এক ঝাঁক তরুন তরুনী।চমকে দিলেন কিছু অসহায় মানুষকে এমন কি পরিক্ষা দিতে হয়েছে মানবিকতার,এমন কি টাকা থাকতেও বলা হয়েছে আমাদের কাছে টাকা নেই এমন কথা সুনে সুস্থ সবল অনেকেই যেতে না চাইলেও বয়স্ক বৃদ্ধ লোক মানবতা দেখিয়ে ফ্রিতে গন্তব্যে পৌছে দেয়ার জন্য রাজি হন এবং সামনে গেলেই লুকিয়ে থাকা রাস্তার পাস থেকে চলো পাল্টাই এর সদস্য’রা ভালোবাসার পার্সেল নিয়ে হাজির হলে চমকে ওঠেন বয়স্ক বৃদ্ধা, কান্নাজনীত কণ্ঠে বলেন,কি করছো তোমরা।একটু হলেও এসব অসহাদের জন্য কিছু করতে চেয়েছে এ খুদে সংগঠনের সদস্যগণ,এমন অনেক নজিরের জন্মদিয়ে সমালচনার সৃষ্টি করেছেন চলো পাল্টাই বাংলাদেশ।এদিকে অসহাদের বিষয়টি জানালে অনেক অনেক ধন্যবাদ জানান,CPB এর প্রধান উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপনসহ সকল উপদেষ্টা মন্ডলীকে।চলো পাল্টাই এর জাকারিয়া খান জানান,আমাদের পাশে থেকে এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন এবং করবেন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানান।সাংবাদিক মো:রফিকুল ইসলাম জানান,এমন খুদে ছেলে মেয়েদের সাথে একটি মহতি সংগঠনের সাথে থাকতে পেরে এবং কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।চলো পাল্টাই সংগঠনের জন্মলগ্ন থেকেই অসহাদের পাসে থেকে কাজ করার জন্যই জন্ম হয়েছে এবস কর্মকান্ড তার প্রমান।অসহাদের পাসে থেকে যা যা করনীয় তেমটাই করছে চলো পাল্টাই সংগঠনের সদস্যগণ।

আমার ভালোবাসার আরেক নাম ( চলো পাল্টাই বাংলাদেশ সংগঠন) দূর্বার গতিতে এগিয়ে যাবে অসহাদের কল্লানে আমাদের সংগঠন।