• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন / ৪৭
ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

আজিজুল ইসলাম, যশোরঃ খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী ক্যাম্পের সদস্যরা ১৮পিস স্বর্ণেরবার সহ আক্তারুল (২০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে ।মঙ্গলবার আনুমানিক ৬ টার সময মসজিদ বাড়ি পোস্ট পাকা রাস্তার নামক স্থান থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।

২১ বিজিবি অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার পি এস সি ইঞ্জিনিয়ার জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার(ওজন ২.০৮০ কেজি)মোঃ আকতারুল (২০), পিতাঃ মোঃ আবু বক্কর, গ্রামঃ খুলশী, পোঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর কে আটক করে সে স্বর্ণগুলো নিয়ে পুটখালি অভিমুখে যেতে থাকে পরে বিজিবি তাকে আটক করে যার
সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/-(এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি) টাকা।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।