• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

বিএনপির গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ প্রকল্প অনুমোদন


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন / ২৪৪
বিএনপির গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও বেশি গতিশীল করে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ টি প্রকল্প অনুমোদন করেছে বিএনপির স্থায়ী কমিটি।

গত ১লা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকল্প গুলো হল স্পোকসপার্সন, প্রেস, টিভি ও রেডিও, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক, অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক, কন্টেন্ট জেনারেশন এবং রিসার্চ ও মনিটরিং।

তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে কুইক রেসপন্সে পারদর্শী করে গড়ে তুলতে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর কেন্দ্রীয় ভাবে নেতৃত্ব দিবেন ড:জিয়াউদ্দিন হায়দার। এছাড়া বাকি প্রকল্পগুলোর জন্য আলাদা নেতৃত্ব নির্বাচন করেছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রকল্পগুলো একদম সময়োপযোগী এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক দক্ষ কর্মী গড়তে সহায়ক হবে।