মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা:ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাহাত্তর সালের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, বাঙালি জাতির অসাধারণ সম্পদ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণের মাধ্যমেই তার প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেড(বিটিসিএল) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন –এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক লে: কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর নীীত ও আদর্শের পথই হচ্ছে সঠিক পথ উল্লেখ করে বলেন,আমাদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর পথে চলা। বঙ্গবন্ধুকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে । বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বর বলেন, পৃথিবীর বহুদেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে। বঙ্গবন্ধুর সাথে অন্যদের পার্থক্য হচ্ছে বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে একত্রিত করে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে মায়েরা বোনেরাও অবদান রেখেছেন। কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, স্বাধীনতার পর যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা. বেতবুনিয়ায় উপগ্রহ ভূ- কেন্দ্র স্থাপন, আইটিইউ ও ইউপিইউ –এর সদস্যপদ অর্জনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তা আজ মহিরূহে রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাবে মোস্তাফা জব্বার ডিজিটাল সংযোগকে ডিজিটাল মহাসড়ক উল্লেখ করেন । তিনি ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সংস্থা সমূহকে ডিজিটাল সংযোগ সম্প্রসারণে আরও উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির জন্য কেবল স্বাধীনতা এনে দেননি , তিনি সোনার বাংলা প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন।
মূল প্রবন্ধে সাজ্জাদ আলী জহির বঙ্গবন্ধুর নেতৃত্বের দৃঢ়তা , যুদ্ধের ধ্বংসের উপর দাঁড়িয়ে সোনার বাংলা প্রতিষ্ঠায় গৃহীত কর্মসূচ তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বে সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতো।
আপনার মতামত লিখুন :