নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনএম এর ৪ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনএমের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর হোসেন সিকদার, বিএনএমের বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সোলায়মান শিকদার নয়ন, বিএনএমের বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সুব্রত মন্ডল ও বিএনএমের বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক রেজাউল ইসলাম রাজু।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের দিন সাধারন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে হবে। ভয় ভীতির উর্ধে থেকে নির্বাচনে পরিবেশ সুন্দর রাখতে হবে যাতে করে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার স্বাধীন ভাবে দিতে পারে।
এ সময় বিএনএমের বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :