ঢাকা : বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পর্কের সোনালি অধ্যায়ে প্রবেশ করেছি এবং দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে বড় কোনো বাধা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে আলোচনার পর এ কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা। দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা তাদের মধ্যকার আলোচনার পর গণমাধ্যমকে এসব তথ্য জানান।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,দুই দেশের সম্পর্ক ভালোভাবে যাচ্ছে। দুই দেশের একসঙ্গে উদ্যাপন বিরল। বাংলাদেশ ও ভারতের জনগণ ১৯৭১ সালে জীবন উৎসর্গ করেছিল। স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। আপনাদের বিজয় দিবসের অংশ হতে পেরে আমরা গর্বিত। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে আসছেন। এটা তার প্রথম বাংলাদেশ সফর।
আপনার মতামত লিখুন :