• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব নোয়াখালী শাখার উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরন 


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২১, ৯:০০ অপরাহ্ন / ২৬৭
বাংলাদেশ প্রেসক্লাব নোয়াখালী শাখার উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরন 

এ কে আজাদ,নোয়াখালীঃ  সরকার ঘোষিত কঠোর লকডাউন শেষে শহরমুখী জনতার উপচে পড়া ভিড়ে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসা  বাংলাদেশ প্রেসক্লাব নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের প্রাণকেন্দ্রে মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো বাংলাদেশ প্রেসক্লাব নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটি। নগরীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সুপার মার্কেট সহ প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন, সদস্য সচিব,  পলাশ উদ্দিন, যুগ্ম আহবায়ক  শাহাদাৎ হোসাইন বাবু, যুগ্ন আহবায়ক  আরিফ মাহমুদ, যুগ্ন আহবায়ক  এ কে আজাদ সহ আজিজ, সোহারাব ফেবলু, জহিরুল হক জহির প্রমুখ।

আহবায়ক কামাল জানান স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ এটি একটি চলমান প্রক্রিয়া আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে আরো ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে। তাই সকল কর্মসূচি সফল করতে তিনি সবাইকে সংগঠনের পাশে থেকে  ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।