নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আনোয়ার ফরিদ মারা গেছেন। গতকাল পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় কানাডায় অবস্থানরত নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুলা গ্রামে জন্মগ্রহণকারী জনাব আনোয়ার ফরিদ ২০০১ সালের ২৬ মার্চ থেকে ২০০৪ সালের ২৩ মার্চ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। কর্মজীবনে তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছাড়াও বগুড়া ও জাহানাবাদে জিওসি হিসেবে এবং ডিজিএফআই-এর মহাপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সরকারের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :