• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৯:২০ অপরাহ্ন / ১০২
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা পরিষদ থেকে রোববার রাতে মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। সৌদি সরকারের অনুদানে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ১১ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এ সময় উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মাংসের কার্টুনগুলো তুলে দেন। মাংস বিতরণ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিতরণপ্রাপ্ত মাদ্রাসা ও এতিমখানাগুলো হলো- আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের মারকাযুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা, হাজীডাঙ্গী গ্রামের খাদেমুল ইসলাম মাদ্রাসা, এম.কে ডাঙ্গী গ্রামের ইসলামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও মদিনাতুল উলুম পুরুষ মাদ্রাসা, দবিরদ্দিন প্রামানিকের ডাঙ্গী গ্রামের দারুল উলুম আল-আরাবিয়া মাদ্রাসা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসা, বাবলাতলা দারুল উলুম মাদ্রাসা, রিফাত কওমী মাদ্রাসা, চর হাজীগঞ্জের এরশাদিয়া রাব্বি মাদ্রাসা এবং ছমিরিয়া দারুল উলুম মাদ্রাসা।

এতিমখানার প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুদানের মাংস গ্রহণ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান।