• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

পরিবেশ বান্ধব কাউন্সিলর আসাদ 


প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ১১:৪২ অপরাহ্ন / ১৭২
পরিবেশ বান্ধব কাউন্সিলর আসাদ 

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা দক্ষিনের বিভিন্ন এলাকায় নতুন চমক বোতল বিন। শাহবাগ, টিএসসি এবং শহীদ মিনার সহ কয়েকটি জায়গায় এই বোতল বিন এর মাধ্যমে নতুনত্ব যোগ করেছেন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আআসাদুজ্জামান আসাদ।
প্রচন্ড বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা রোধে তিনি এই নতুন ধারার উদ্যোগ নেন। একটা নতুনত্ব থাকাতে সাধারণ মানুষ খুব উৎসাহিত হয়ে দেখে, সেল্ফি তুলে এবং পাশাপাশি প্লাস্টিক জাত গ্লাস,কাপ কিংবা চিপ্সের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনা ফেলতে আগ্রহী হয়। তার মতে বৃষ্টির পানিতে এসব প্লাস্টিকের গ্লাস, কাপ কিংবা পলিথিন যেয়ে ড্রেন আটকে ফেলে। বেশির ভাগ মানুষ ই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেনা। সাধারণ মানুষ কে উৎসাহিত করতেই তিনি চেষ্টা করেছেন মাত্র। এছাড়াও বর্ষার এই সময় ডেঙ্গু সহ নানা মশাবাহিত রোগ ও হয়। তাই ফগার মেশিন এবং লার্ভা নিধন একসাথে করতে হবে নইলে মশার প্রজনন রোধ সম্ভব নয়। তিনি বলেন, সারাদিন সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেও পুরনো ঢাকা কে পরিস্কারে ব্যর্থ কারন কেউই নিজ দায়িত্বে সচেতন হয়ে সঠিক স্থানে ময়লা ফেলেন না। গত লক ডাউন থেকে নানা সামাজিক কাজ সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সচেতন করছেন তিনি। হটাৎ করেই পুরোনো ঢাকা কে নতুন আদলে করা সম্ভব নয়। তবে মাননীয় মেয়র তাপস এর নেতৃত্বে অবশ্য ই সঠিক এবং উপযুক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে। মাননীয় মেয়র তাপস এর উপর আস্থা রাখতে তিনি সকল কে আহবান জানান এবং বলেন সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে আর এজন্য সকলের নিজের দায়িত্বের জায়গায় সচেতন হতে হবে।