• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নে চলছে কঠোর লকডাউন


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২১, ৯:৪৯ অপরাহ্ন / ১৯২
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নে চলছে কঠোর লকডাউন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন ইলিয়াছাবাদ ইউনিয়ন ও কালিয়া-তেরখাদা রোড সংলগ্ন এলাকায় কঠোর লকডাউন পালনের খবর পাওয়া গেছে। এজন্য বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। লকডাউনের ৫ম দিনেও তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারান চন্দ্র দাশের নির্দেশনায় এএসআই মহররমের নেতৃত্বে সড়কের বিভিন্ন পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরী করে অতন্দ্র প্রহরীর মত দাড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বেরোতে নিষেধসহ সরকারি নির্দেশনা পালনের অনুরোধ জানাচ্ছেন সকলকে।

অভিজ্ঞ মহলের ধারনা, মহামারীর সংক্রমণ রোধে বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।