নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় মৎসজীবিদের উপস্থিতিতে দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের পরিচালক এস,এম, আশিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, উপজেলা কৃষি কর্মকতা সুবীর কুমার বিশ্বাস ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ বলেন, দেশের ৩ টি বিভাগের ১০টি জেলায় এ প্রকল্প আছে। দেশী মাছের অভয়ারন্য তৈরীসহ দেশের সমগ্রীক পুষ্টি চাহিদা মেটাতে বিশেষ ভুমিকা রাখবে এ প্রকল্প বলে তারা জানান।
আপনার মতামত লিখুন :