• ঢাকা
  • সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:০০ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিলে হিমালয় বাসের চাপায় আহত সাংবাদিক আলাউদ্দিন


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২০, ১০:৪৫ অপরাহ্ন / ২৬৯
নোয়াখালীর চাটখিলে হিমালয় বাসের চাপায় আহত সাংবাদিক আলাউদ্দিন

বিশেষ প্রতিনিধিঃ চাটখিলে ঢাকাগামী হিমালয় বাসের চাপায় আলোকিত নোয়াখালী ও এ.এন. টিভির সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আহত হয়েছেন। সোমবার সকাল ১১ ঘটিকায় ঢাকা-চাটখিল মহাসড়কের ভীমপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী পল্লীবিদ্যুৎ কর্মীরা জানায় চাটখিল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমালয় পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৩৭৯) গাড়িটি সিএনজি কে ওভারটেক করতে গিয়ে হালিমা দিঘির পাড় থেকে আসা সাংবাদিক আলাউদ্দিনের মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে সাংবাদিক আলাউদ্দিন গুরুতর আহত হয়। এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এতে মোটরসাইকেলটি বেস ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ প্রসঙ্গে হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টারে দায়িত্বে থাকা নজির আহমেদ কাউন্সিলরের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান পরে প্রত্যক্ষদর্শীদের চাপে তিনি ঘটনার সত্যতা স্বীকার করতে বাধ্য হন এবং একপর্যায়ে তিনি সাংবাদিককে চাপা দেওয়া গাড়িটিকে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন গাড়ি বলে পার পাওয়ার চেষ্টা করেন।

এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।