• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

ধর্মপাশায় যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ৫:৩৮ অপরাহ্ন / ২৫৮
ধর্মপাশায় যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম এ মান্নান বিশেষ প্রতিনিধি : নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দুপুর ২ টায় দিকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলা হলরুমে ধর্মপাশা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক কালের কন্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধি মো. মিঠু মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব । এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো.আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ, দৈনিক মানব জমিন পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. ইসহাক মিয়া, দৈনিক ভোরের ডাক পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো, ইমাম হোসেন, দৈনিক সংবাদ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাইফ উল্লা, নিউজ টেনের প্রতিনিধি এম, এ মান্নান, দৈনিক ভোরের পাতা পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি রাজু ভুইয়া, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোজাহিদ আহমেদ পাখি, দৈনিক মানবাধিকার পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি কৃপেশ চন্দ্র সরকার রিংকু প্রমুখ।