নিজস্ব প্রতিবেদক, দোহার, ঢাকাঃ ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চালনাই চক এলাকায় একটি বালু ভর্তি ট্রাক চাপায় মোঃ বাদশা মিয়া (৬৭) নামের এক পথচারীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার রাইপাড়া ইউনিয়নের পুদ্দারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি একজন চা বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টায় দিকে দোহার থেকে বালুভর্তি ২টি ট্রাক তীব্র গতিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে করতে রাস্তা দিয়ে চলছিল। এমন সময় দোহার প্রান্তের শেষ সীমানায় চালনাই চক এলাকায় এসে ওভারটেক করার মূহুর্তে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ও কারেন্টের পিলারে আঘাত করে রাস্তার নিচে চকে উল্টে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে হাটতে থাকা বাদশা মিয়া ট্রাকের চাপায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে তাতক্ষনিক ভাবে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ দূর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :