• ঢাকা
  • শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

ডোমারে গৃহহীন লাইলী বেগমের বাড়ির জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২১, ২:০৬ অপরাহ্ন / ২০৮
ডোমারে গৃহহীন লাইলী বেগমের বাড়ির জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক
মোঃ এবাদত হোসেন চঞ্চল), ডোমার,নীলফামারীঃ নীলফামারীর ডোমারে গৃহহীন লাইলী বেগমের বাড়ির জায়গা পরিদর্শন শেষে পুলিশ সুপারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০আগস্ট)  উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা দেবীরডাঙ্গা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানার ৮নং বিট পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম,পিপিএম।
বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ রশিদুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম,পিপিএম বলেন, “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধান মন্ত্রির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। এলাকায় জঙ্গী, সন্ত্রাস, মাদক, জুয়াসহ অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশী সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিশেষে তিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে  লাইলী বেগম নামে এক অসহায় গৃহহীন নারীকে জমিসহ ঘড় বাড়ী নির্মাণের সু-ব্যবস্থা করেন।