নিজস্ব প্রতিবেদক:ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে) এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার এ জিহাদুর রহমান জিহাদের পিতা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের ২য় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় আজ ১৮ এপ্রিল তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তার দাফন সম্পন্ন করা হয়। পরে মুকসুদপুর উপজেলা গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন।
আপনার মতামত লিখুন :