• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটি খাদ্য গুদামে দুদকের অভিযান, গুদামঘর সিলগালা


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন / ১৬৯
ঝালকাঠির নলছিটি খাদ্য গুদামে দুদকের অভিযান, গুদামঘর সিলগালা

ইমাম বিমান, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলার নলছিটির সরকারি খাদ্য গুদামে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দূদক) ২ আগস্ট বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা অভিযান পরিচালনা করেন । এ সময় নলছিটি খাদ্য গুদাম ঘর গুলোর মধ্যে ২ নং গুদামঘরে তল্লাশি চালায় দুদক টিম। গুদামের ভিতরে অনিয়ম দূর্নীতি পাওয়া ২নং গুদাম ঘরটি সিলগালা করে দিয়েছে দুদক।

জানা গেছে, নলছিটি খাদ্য গুদামে পুরাতন আমন চালকে নতুন বোরো চাল দেখিয়ে ২নং গুদামে সংরক্ষন করে গুদাম কতৃপক্ষ। ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন বোরে চাল দেখিয়ে ২নং খাদ্য গুদামে ৪ টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লক্ষ ৪০ হাজার টাকার আত্মসাৎ করে। অভিযোগ পেয়ে দুদক কর্মকর্তা অভিযান পরিচালনা করে প্রাথমিক ভাবে বোরো চাউলের মধ্যে আমন চাল রাখার সত্যতা পায়।

এ বিষয় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, কি পরিমানে আমন চাল আছে সেটার পরিমান পাওয়া যায়নি। তবে বোরে চালের মধ্যে আমন চালের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে আমরা গুদামটি সিলগালা করেছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।