নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ সাংবাদিকদের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা এই স্লোগানকে সামনে রেখে গৌরবের ৪২ বছরে মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে পরিচিতি জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা শাখা’র পরিচিতি সভা হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর গনি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহিদ-ই-হাসান তুহিন।
মুন্সীগঞ্জ জেলা শাখা’র সভাপতি অ্যাডভোকেট ব.ম শামীমের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নাজির হোসেন, সহ-সভাপতি মোজাফফর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক শ্রীকান্ত দাস, প্রচার সম্পাদক আরিফ হোসেন হারিজ, সহ কমিটির অন্যান্য সদস্য ও জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :