• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ৮:০১ অপরাহ্ন / ১১২
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” -এ প্রতিপাদ্যে ভবনের সামনে থেকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানের নেতৃত্বে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

এরপর গোপালগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের অনবদ্য সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদ।

সমাজে অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। দেশব্যাপী সরকারি খরচায় সেই সকল সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহজেই আইগত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা, মতামত ও পরামর্শ দেন।

গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো.হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আবু ইব্রাহীম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সরকারি কৌঁসুলি এ্যাড. হাজী দেলোয়ার হোসেন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাড. রনজিৎ কুমার, পিপি এ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.চৌধুরী খসরুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড.এম. জুলকদর রহমান প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন।

এ সময় যুগ্ম-জেলা জজ মো. সাঈদুর রহমান, যুগ্ম-জেলা জজ মো. আনিছুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো. মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, সহকারী জজ মো.কামরুজ্জামান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা পিয়া, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেল সুপার আল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন- অর-রশীদ, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবীগণ উপস্থিত ছিলেন।