কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) কার্যালয়ের উদ্বোধন করেছেন দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ প্রেসক্লাব গোপালগঞ্জে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :