• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

গোপালগঞ্জে শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়রপ্রার্থী আবুল ফাত্তাহ সজু


প্রকাশের সময় : জুন ১১, ২০২২, ১০:৫৮ অপরাহ্ন / ২১৭
গোপালগঞ্জে শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়রপ্রার্থী আবুল ফাত্তাহ সজু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ পৌরনির্বাচনে শেখ রকিব হোসেনকে (নারিকেল গাছ প্রতীকে) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন (রেল ইঞ্জিন প্রতীক) মেয়রপ্রার্থী আবুল ফাত্তাহ সজু।

আজ শনিবার (১১ জুন) বিকালে গোপালগঞ্জ মিয়াপাড়া নিজ বাসভবনে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দেশনেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ -২ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপির দিকনির্দেশনায় পারিবারিক সিদ্ধান্তে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে (নারিকেল গাছ প্রতীকে) পূর্ণসমর্থন জানান। এ সময় আবুল ফাত্তাহ সজু তার কর্মী ও সমর্থকদেরকে শেখ রকিব হোসেনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।