• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিএনপি নেতা মঞ্জু’র জনসংযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন / ৭৭৫
গোপালগঞ্জে বিএনপি নেতা মঞ্জু’র জনসংযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং সাবেক সভাপতি, সাবেক সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএইচ খান মঞ্জু আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোয়ন পেতে সর্বত্র জনসংযোগ করছেন।

তিনি আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরে জনসংযোগ করার সময় বলেন,কোন অসাধু ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের নাম ভাঙিয়ে অথবা আমার নাম ব্যবহার করে, গোপালগঞ্জ-২ সংসদীয় এলাকায় কোন সালিশ বাণিজ্য অথবা অপকর্মের সাথে লিপ্ত থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিন অথবা আমাকে জানান।আমি তাকে আইনের হাতে তুলে দেবো। তিনি আরও বলেন, বিএনপি বহু দলীয় গনতন্ত্রে বিশ্বাসী সুশাসনের পক্ষের একটি রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের নেতাকর্মীরা দলের জনপ্রিয়তা অক্ষুন্ন রাখতে ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছেন যার সুফল অচিরেই মিলবে।

এমএইচ খান মঞ্জু শহরের বড়বাজার, বটতলা, মোহাম্মদপাড়া সহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। এছাড়াও তিনি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারে আটক জেলা বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলকে দেখতে যান। পরে তিনি সোহেলের বাসভবনে গিয়ে সোহেলের মা ও স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি সোহেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলা দায়েরের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবগত ও সকল প্রকার সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় তার সাথে বিএনপির সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।