• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫১ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন 


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২২, ৭:১৭ অপরাহ্ন / ২৯১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫১ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএস ১৫তম ব্যাচের সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫১ জন অতিরিক্ত সচিব। আজ শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিবগণ টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় ১৫ তম বিসিএস ব্যাচের সভাপতি শফিউল আজিম, কোষাধ্যক্ষ হাসনাত হুমায়ুন কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুংগীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম সহ বিসিএস ব্যাচের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।