কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ৪ নং চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাদিউজ্জামান জাবেদ মোল্লা।
আজ মঙ্গলবার দুপুরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলিমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিয়া, দাউদ মোল্লা, এনায়েত হোসেন মোল্লা, আশরাফ দাড়িয়া, আবুতারা মোল্লা সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫’ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
আপনার মতামত লিখুন :