• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক ঐক্য পরিষদের অফিস কার্যালয় উদ্বোধন লোগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ২:৪৭ অপরাহ্ন / ৮১
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক ঐক্য পরিষদের অফিস কার্যালয় উদ্বোধন লোগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার বিকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে এ অফিস উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত সবাই করতালির মাধ্যদিয়ে সাংবাদিক ঐক্য পরিষদের নতুন অফিসের শুভ কামনা করেন, এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন অফিস কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ফায়েকুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলটন খানের পরিচালনায়, সহ-সভাপতি শহিদুল আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, বিশেষ অতিথি কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, এম এ খালেক কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন লাভলু মৃধা, সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি নিজামুল আলম মোরাদ, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব হোসেন।

এ সময় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিলটন খান বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এ সংগঠন কাজ করে যাবে, সেই সাথে সাংবাদিকদের অধিকার আদায়ে ও অপ-সাংবাদিকতা দূর করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. মোরশেদুল হাসান, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মিরান হোসেন মিয়া, সমবায় কর্মকর্তা মো. মোরাদ মিয়া সহ ঐক্য পরিষদের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।