• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জ রেডক্রিসেন্ট নির্বাচনে নতুন নেতৃত্ব আশা করেন বেশির ভাগ ভোটার


প্রকাশের সময় : জুন ১৮, ২০২১, ৩:৫৬ অপরাহ্ন / ৩৬৩
গোপালগঞ্জ রেডক্রিসেন্ট নির্বাচনে নতুন নেতৃত্ব আশা করেন বেশির ভাগ ভোটার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জঃ  আগামী ২৬ তারিখে গোপালগঞ্জ রেডক্রিসেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী নির্বাচন করবেন।এই প্যানেল দুইটি দুলু-চুন্নু পরিষদ ও নজরুল-সালাউদ্দীন পরিষদ মোট ৭ জন করে এক একটা প্যানেলে মোট ১৪ জন প্রার্থী লড়বেন। দীর্ঘদিন এই সেবামূলক প্রতিষ্টানটির নির্বাচন হয় না। পুরাতন কমিটি নিয়ে এই প্রতিষ্ঠানটি অকার্যকর ছিলো। তাছাড়া মামলার জটিলতার কারনে নির্বাচন বন্ধ ছিলো।

পুরাতন মানুষদের অধিকাংশ দুলু শিকদারের প্যানেলে নিয়ে নিয়ে সেক্রেটারী পদে নির্বাচন করছেন। এবং তার বিপরীতে আছেন নতুন নেতৃত্ব সালাউদ্দীন। সহসভাপতি পদে চুন্নু শিকদারের বিপরীতে আছেন এস এম নজরুল। একদম নতুন এই নেতৃত্বের প্রতি বেশিরভাগ ভোটাররা আস্থাশীল। বেশিরভাগ ভোটারদের মতে রেডক্রিসেন্ট যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান সেখানে কর্মঠ সৎ যোগ্য মানুষ দরকার। এই প্যানেলের বিপরীতে যারা আছেন অধিকাংশ বয়সী। তাই ভোটাররা নতুন দের ভোট দিতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, আমার ভোট নজরুল – সালাউদ্দিন প্যানেলে দেবো। কারন এরা নতুন কর্মঠ মানুষ। এই প্রতিষ্টানে তাদের মতো যোগ্য লোক দরকার।