খুলনা প্রতিনিধিঃ খুলনা কৈয়া বাজারে আবারও ভূমিদস্যুদের দৌরাত্ব আশংকাজনক ভাবে বেড়ে গেছে। প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় এবং একটি চিহিৃত সন্ত্রাসী বাহিনীর মদতে গত সপ্তাহে একটি জমি দখল করা হয়েছে। সেখানে রাতারাতি নির্মান করা হয়েছে একাধিক স্হাপনা। লিখিত আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগিরা।
সরেজমিন যেয়ে এবং হরিনটানা থানায় করা এক অভিযোগে জানা যায়, কৈয়া বাজারে খুলনা-সাতক্ষিরা সড়ক সংলগ্ন বিআর এস ৩৩৬ নম্বর খতিয়ানের ৩০৬৩ নম্বর দাগে ক্রয় সুত্রে জমির মালিক গুটুদিয়া গ্রামের হাবিবুর রহমান, মহাসিন বিশ্বাস ও মঞ্জু কাজী। ভূমিদস্যু দুলাল উদ্দিন চৌধুরী ওই জমিতে গত ৩ অক্টোবর হঠাৎ দলবল নিয়ে সাইনবোর্ড গেড়ে দেয়। পরের দিন থেকে পাকা ইটের নির্মান কাজ শুরু করে। নিরুপায় হয়ে জমির মালিকরা হরিনটানা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ পর্যন্ত থানা পুলিশ কোন ব্যবস্হা নেয়নি। ক্রসফায়ারে নিহত গুটুদিয়া গ্রামের লএক সন্ত্রাসীর ভাই ও ভাইপোর নেতৃত্বে ওই নির্মান কাজ দেখভাল করা হচ্ছে । প্রশাসন দেখেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহন করছেন না বলে ভ‚ক্তভোগিতারা জানিয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগিদের অভিযোগ ওই জায়গা নিয়ে বটিয়াঘাটা সহকারি জজআদালতে মামলা চলছে। মামলা নম্বর ৮৮/২০। অভিযোগে এ কথাটি উল্লেখ করলেও পুলিশ কোন ব্যবস্হা নেয়নি।
তবে হরিনটানা থানার দায়িত্বরত ওসি (ইনেস্পক্টর তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগের কথা তার জানা নেই।
আপনার মতামত লিখুন :