
এম রোমানিয়া, খুলনাঃ বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন (বিটপা)-এর উদ্যোগে এবং আপওয়ার্ক বাংলাদেশের সহ-আয়োজনে “এলিভেটপে বিটপা কনফারেন্স ২০২৫” খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে পাওয়ার স্পনসর হিসেবে ছিল এনআরবি ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে ২০ জনেরও বেশি বক্তা ১৫টিরও বেশি সেশনে বক্তব্য রাখেন এবং ৪টি বিশেষ মাস্টার সেশনে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রায় ৮০০-এর বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তি খাতে যে অবদান রাখছে, তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গর্বিত করছে। বিটপা এই যাত্রাকে আরও বেগবান করতে কনফারেন্স আয়োজন করে থাকে।
বক্তাদের মধ্যে ছিলেন অলতামিশ নাবিল, রাফায়াত রাকিব, রিফায়েত রিফাত, মুহিব্বুর রশিদ, আনাম আহমেদ, ফয়সাল জাফরী, নাজমুল হাসান, রাজু সাহা প্রমুখ।
কনফারেন্সে আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বাংলাদেশের অবস্থান শক্তিশালীকরণ, সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল উদ্যোক্তা তৈরি ও উদীয়মান প্রযুক্তি ব্যবহারের মতো বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
দিনশেষে আয়োজকরা ঘোষণা দেন, বিটপা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের কনফারেন্স আয়োজন করবে।
আপনার মতামত লিখুন :