মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ তিন জন মারা গেছে। আহত হয়েছে একজন। মর্মান্তিক এ ঘটনাটি বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শিববাড়ী ব্রীজের দক্ষিণে স্মরণ খালি মোড় হতে কৃষি কলেজের মধ্যেবর্তী স্থানে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে রিয়াদ আবেদীন (২২) ও তার বন্ধু মাহবুর রহমান (২৫) কয়রা জায়গীর মহলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান কলেজ পড়ুয়া দু ছাত্রীকে নিয়ে পাইকগাছায় আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ইসমাইল গাজী (৬৫) ঘটনাস্থলেই মারা যায়। পথচারীরা নিহত ও আহতদের দ্রুত পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ ও গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুবুর রহমান মারা যায়। তবে কলেজ পড়ুয়া দু ছাত্রীর মধ্যে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে তৃষা (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন ছাত্রী সুস্থ আছে।
এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে মৃতদের সুরুতহাল রিপোর্ট তৈরী করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো। ওসি ওবাইদুর জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :