• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় আর আর এফের ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ১৬৩
খুলনার পাইকগাছায় আর আর এফের ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইনী বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান। চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাঃ ইয়াসমিন সুলতানা ও সাদিয়া হোসেন, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা। এ সময় ১৮৩ জন রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।

ফ্রী স্বাস্থ্য ক্যাম্পে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার বশির আহমেদ, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও মাহমুদুর রহমান, শেখ আরিফুর রহমান, তারক মজুমদার ও প্রিতম সাহা।