• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

কুরুচিপূর্ণ মন্তব্য ও মর্যাদাহানীর অভিযোগে সাংবাদিক ইমন গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২১, ২:২৪ অপরাহ্ন / ৩০৮
কুরুচিপূর্ণ মন্তব্য ও মর্যাদাহানীর অভিযোগে সাংবাদিক ইমন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সাংবাদিক নেত্রীকে মর্যাদাহানীর অভিযোগে দৈনিক সমকালের সাব এডিটর জাকির হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ইমনকে আসামি করে রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী নারী সাংবাদিক। এতে তিনি অভিযোগ করেন তার সামাজিক মর্যাদাহানী ও ক্যারিয়ার ধ্বংশের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ম্যাসেঞ্জারে আপত্তিকর বিভিন্ন কথা লিখে ছড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক রেজা জানান, ইমন ছাড়াও এ ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।