এম রাসেল সরকারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীদের প্রচারণায় মুখরিত হচ্ছে কুমিল্লা-৪ নির্বাচনী এলাকা।
এ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু। তিনি মসজিদভিত্তিক সমাজ চাই, মাদক ও সন্ত্রাসমুক্ত দেবিদ্বার চাই- এ স্লোগান নিয়ে মাঠে কাজ করে ব্যাপক সারা ফেলেছেন।
আওয়ামী লীগের কয়েকজন হেভিওয়েট প্রার্থী থাকার পরও এ আসনে অধ্যাপক ইকবাল হোসেন রাজু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হওয়ার সম্ভাবনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন আনন্দ ও উদ্দীপনায়।
দেবিদ্বারের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন জুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সভা-সমাবেশ সহ বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে মহাজোটের প্রার্থী হয়েছিল অধ্যাপক ইকবাল হোসেন রাজু। অল্প ভোটের ব্যবধানে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের (স্বতন্ত্র প্রার্থী) কাছে পরাজিত হন। তবে একাদশ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হবে বলে মনে করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
তারা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে চরম গ্রুপিং চলছে, তাদের পাঁচ নেতার অনুসারীরা পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, ৯০-এর আগে এ আসনটি জাতীয় পার্টির ছিল। এরশাদ সরকারে আমলে এ আসনের ব্যাপক উন্নয়ন হয়েছে।
বর্তমান মহাজোট সরকারের সময়ও এ আসনে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। আমরা দৃঢ় সংকল্পবদ্ধ এ আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গলই থাকবে এবং লাঙ্গলে বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :